শাকিবের পরে জানা গেল বুবলিও যুক্তরাষ্ট্রে
অনলাইন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে উড়াল দেন। যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে জানান, ১০ দিন পরেই ফিরবেন। তবে, এখনো পর্যন্ত তিনি দেশে ফেরেননি।
এর মাঝেই নিউ ইয়র্কের রাস্তায় তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে ঢাকাই শোবিজের নায়িকা শবনম বুবলিকেও।
শাকিবের বিষয়ে জানা গেছে, জানুয়ারির মাঝামাঝি নিউ ইয়র্কেই শুরু হবে তার নতুন ছবির কাজ। এ ছাড়া আগামী আরও পাঁচ মাস তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন বলে জানা গেছে। জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন না পেছালে সেখানেও অংশ নেবেন না বলে জানিয়েছেন শাকিব।
তিনি জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে তাদের নতুন ছবির শুটিং শুরু হবে। এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না। তবে যদি নির্বাচন পিছিয়ে যায়, তখন বাংলাদেশে ফিরলে হয়তো নির্বাচন করবেন।
শাকিবকে সর্বশেষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ ছবিতে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে বিদ্রোহী, অন্তরাত্মা ও গলুই।