বৃহস্পতিবার, ১৩ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থীসহ দুজন নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান। নিহত এরশাদুল হক উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এই গুলির ঘটনায় নিহত হন বাদল সরকার (২৩) নামে এক যুবক। নিহত বাদল একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে প্রায় সময় অসুস্থ থাকেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেমের স্থলে তার ছেলে এরশাদুল হক এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার রাতে ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিলে চলছিল। সেই মাহফিলে এরশাদ ও বাদলসহ কয়েকজন মোটরসাইকেল যোগে যান। ওয়াজ মাহফিলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া চান তিনি। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল এবং তার পেছনে বসা ছিলেন এরশাদ। পথিমধ্যে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সামনে চালকের আসনে বসা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় এরশাদকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। তবে ঢাকায় পৌঁছানোর আগেই রাস্তায় এরশাদুল মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আমিনুর রশীদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে প্রথমে বাদল নিহত হয়েছেন। গুরুতর আহত এরশাদুল ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে আছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

এমপি আনারকে হত্যার পর বিবস্ত্র করে চেয়ারে বেঁধে রাখে খুনিরা

কুয়েতে শ্রমিকদের ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯

যুক্তরাষ্ট্রের অপেক্ষা বাড়িয়ে সুপার এইটে ভারত

রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়

গাজায় যুদ্ধবিরতিতে অসম্মত ইসরায়েল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বোলিংয়ে ভারত

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত

ক্যাশলেস লেনদেন চলবে ডিএনসিসির পশুর হাটে

মধ্যরাতে গানের তালে গাড়ি চালিয়ে সমালোচনায় পরীমণি

গরমে পুলে নেমে রোম্যান্সে কাঞ্চন-শ্রীময়ী

দেশের কারাগারে আটক ৩৬৩ বিদেশি : স্বরাষ্ট্রমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী