রাজধানীর পুরান ঢাকায় আগুনে দগ্ধ ও আহত দশ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকা এলাকার বংশালে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা ও তার দুই শিশু সন্তান দগ্ধ হয়েছেন, এছাড়াও ভবন থেকে বের হওয়ার সময় আহত হয়েছেন আরও কয়েক জন। এদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধরা হচ্ছেন, কামাল (৩৫), সেলিনা (৩০), বন্যা (৭), আমিনুল (৩০), শিলা (২২)। এবং আহতরা হচ্ছেন, আরিফা (৬), আসাদুল্লাহ (৪), মলিনা (২১), মারুফ (১২) ও নুসরাত (১)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ বিষয়ে জানান, রাতে বংশাল আলুবাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে আহত হয়ে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। এদের একজনকে শেখ হাসিনা বার্নে রেফার্ড করা হয়। আগুনে দগ্ধ হওয়া ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শিশু নুসরাত ও মারুফের চাচা সুজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাতিজা ও ভাতিজিসহ ৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে এসেছি। দগ্ধ আরও কয়েকজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।