দেশ-দশের সিনেমা ডিসেম্বরে
বিনোদন প্রতিবেদক : এমনিতেই ছবির সংখ্যা কম। আর যেগুলো মুক্তি পাচ্ছে তার বেশিরভাগই বাণিজ্যিক ছবি। তাই দেশের গল্প ছবি নির্মাণই হচ্ছে বলা যায়। কিন্তু আশার কথা হচ্ছে বিজয়ের এই মাসে মুক্তি পেতে যাচ্ছে দেশের গল্প নিয়ে নির্মিত চারটি ছবি। এর মধ্যে ১০ ডিসেম্বর মুক্তি পাবে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’। ৩১ ডিসেম্বর মুক্তি পাবে দুটি ছবি। এগুলো হলো মীর সাব্বিরের ‘রাতজাগা ফুল’ ও এইচ আর হাবিবের ‘ছিটমহল’।
২০১৪-১৫ সালের সরকারি অনুদানের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন নূরুল আলম আতিক। পা-ুলিপি কারখানা প্রযোজিত এই ছবি নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য গল্প আছে। আমাদের ছবিটি তেমনই।’ ছবির প্রযোজক মাতিয়া বানু শুকু। এতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, লায়লা হাসান, আহমেদ রুবেল, দিলরুবা দোয়েল, স্বাগতা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, প্রমুখ। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত ‘কালবেলা’র চিত্র ধারণের শেষ পর্যায়ে না ফেরার দেশে চলে যান এর নির্মাতা সাইদুল আনাম টুটুল। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে নারীদের দহনকালের সত্য ঘটনা নিয়ে লেখা বই ‘নারীর ৭১’ ও যুদ্ধ-পরবর্তী কথ্য কাহিনি থেকে অনুপ্রাণিত। তৎকালীন সানজিদা নামের একজন শিক্ষিত নারীর জীবনের ছায়া অবলম্বনে এ কাহিনি। সানজিদা মাস্টার্স পাস করা এক ছেলেকে বিয়ে করে। বিয়ের দুই-আড়াই মাসের মাথায় শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি সেনারা অন্য অফিসারের সঙ্গে সানজিদার স্বামীকে গ্রেপ্তার করে। শেষে স্বামীর পরিহিত গায়ের জামা দেখে তাকে শনাক্ত করে। সানজিদা তখন অন্তঃসত্ত্বা। যুদ্ধ শেষে সন্তানসহ সানজিদা স্বামীর বাড়িতে যায়। সানজিদার কোলের সন্তানের যথার্থ পিতৃ পরিচয়সহ আরও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। নির্মাতার মৃত্যুর পর তার সহধর্মিণী অধ্যাপক মোবাশ্বেরা খানম চলচ্চিত্রের বাকি কাজ এগিয়ে নিয়েছেন। এতে অভিনয় করেছেন তাহমিনা অথৈ ও শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘রাজজাগা ফুল’। পরিচালনার পাশাপাশি মীর সাব্বির এতে অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন চুমকি, তানভীর, ঐশী, ফজলুর রহমান বাবু প্রমুখ। মীর সাব্বির বলেন, ‘এর মধ্যে আমাদের সমাজ, সংস্কৃতি, প্রেম-ভালোবাসা, দেশ সবকিছুকে রাতজাগা ফুল এই তিন শব্দের মধ্যে আনার চেষ্টা করেছি।’ বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে নির্মিত হয়েছে ‘ছিটমহল’। এতে অন্যতম অভিনেতা ও সহপ্রযোজক শিমুল খান। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস পিয়া ও আরমান পারভেজ মুরাদ। ছবিটি প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘এটি মূলত দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটিতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মৌসুমী হামিদ। আর আমার বিধবা বোনের চরিত্রটি করেছেন জান্নাতুল ফেরদৌস।’