শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ফোবানা’র নতুন চেয়ারপারসন রেজা সদস্য সচিব মাসুদ

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে রেহান রেজা (ক্যানসাস) চেয়ারপারসন এবং মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। গত রবিবার (২৮ নভেম্বর), মারিল্যান্ডস্থ গেলর্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২১-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেকট্রনাক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ  বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২১-২০২২ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য  সদস্যরা হলেন-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিলু মওলা(জর্জিয়া), যুগ্ম নির্বাহী সচিব-নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)।আউটস্ট্যান্ডিং সদস্যরা হলেন- জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক), জি. আই. রাসেল (ভার্জিনিয়া), নুরুল আমিন (ভার্জিনিয়া),  আতিকুর রহমান (ফ্লোরিডা), মোহাম্মদ এম. জহির রহমান জহির (ফ্লোরিডা), ড. জয়নুল আবেদীন (ক্যালিফর্নিয়া), শাহ হালিম (টেক্সাস), বেদারুল ইসলাম বাবলা (নিউ ইয়র্ক), মোহাম্মদ এম. আরেফিন (বাবুল) (জর্জিয়া)।
নির্বাচিত ১৭টি প্রতিনিধি সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড (ইলিনয়েস), বাংলাদেশ এসোসিয়াটিও অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ (নিউ জার্সি), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, (ভার্জিনিয়া), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ থিয়েটার (হিউস্টন, টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন (হিউস্টন, টেক্সাস), বাংলা ফাউন্ডেশন (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), মানচিত্র ফাউন্ডেশন (জর্জিয়া), প্রিয়বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ  জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), শতদল ইন্ক্ (নিউ জার্সি), বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস)।
আগামী ২০২২ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন-বাংলাদেশ এসোসিয়াটিও অফ শিকাগোল্যান্ড (শিকাগো, ইলিনয়েস) এবং আগামী ২০২৩ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস)। দায়িত্ব পালনকারী নির্বাচন  কমিশনারবৃন্দরা হলেন-প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার রবিউল করিম ও নির্বাচন কমিশনার ড. জিনাত নবী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা