শনিবার, ৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা, রংপুর বিভাগে অংশগ্রহণ নিবে ১লাখ ১৬ হাজার পরীক্ষার্থী

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের আধীনে এবার রংপুর বিভাগে প্রায় ১লাখ ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামীকাল ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৩টি।

বুধবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ৬৭০টি কলেজের ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন, মানবিক বিভাগে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় ৫৭ হাজার ৬৯৯ জন ছাত্র ও ৫৮ হাজার ৯৬ জন ছাত্রী রয়েছে।

জানা গেছে, রংপুর জেলার ৪০টি কেন্দ্রে ২৪ হাজার ৫৭০ জন, গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ১৬ হাজার ৭৭২ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রে ১৩ হাজার ৩০৭ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৯৯৮ জন, লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৭ হাজার ৮৮৬ জন, দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ২২ হাজার ৭১৮ জন, ঠাকুরগাঁওর ২০টি কেন্দ্রে ১০ হাজার ৩২৯ জন এবং পঞ্চগড় জেলার ১২টি কেন্দ্রে ৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।

এদের মধ্যে, নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১ লাখ ৫ হাজার ৯১ জন জিপিএ উন্নয়ন হিসেবে ১৩৭ জন, অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১০ হাজার ৫৬৭ জন অংশ নিবেন। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।