মুজিব শতবর্ষ ও বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রংপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
হারুন উর রশিদ সোহেল, রংপুর : মুজিব শতবর্ষ ও বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রংপুর টাউন হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর জেলা ও মহানগর কমান্ড কাউন্সিল এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগরের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশেন উপ-পুলিশ কমশিনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহাসচিব শফিকুল ইসলাম বাবু, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম মহাসচিব আলমগীর কবির সোহাগ, রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন হিমেল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগর কমান্ড কাউন্সিল এর সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজয়ের মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মুক্তি অর্জন করেছি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বলেছিলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পৃথিবীর শ্রেষ্ঠ্র নেতা ছিলেন। আমরা গর্ববোধ করি। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যাদের হাদ ধরে আজ দেশ স্বাধীন হয়েছে। তাদের ঋণ কোন ভাবেই শোধ করার মতো না। কোন ভাবেইয় এই রিণ শোধ হয় না। ভাতা দিয়ে, বাসা বানানোর কিছু টাকা, চাকুরী দিয়ে কোটা দিয়ে এই ঋণ শোধ হবে না। আপনারা আমাদেরকে দেশ উপহার দিয়েছে। এই জাতি হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ।