নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আজ (সোমবার) এই কর্মসূচি পালনের মৌখিক অনুমতি পেয়েছে দলটি।
সোমবার দুপুরে বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছি।
সমাবেশের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান আবদুস সালাম আজাদ।