শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কমেছে সবজির দাম, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি

news-image

দিনাজপুর প্রতিনিধি : চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হিলিতে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। বেচা-কেনাও ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

সোমবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে রয়েছে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ। একারণে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ফুলকপি ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। ৩০ টাকার বাঁধাকপি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, ৬০ টাকা কেজির সিম কেজিতে ২০ টাকা কমে বিক্রি ৪০ টাকা কেজি দরে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকায়, ২২০ টাকা কেজির গাঁজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ১৩০ টাকার টমেটো ১০ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা নজরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, প্রথম দিকে হিলি বাজারে সবজির দাম অনেক বেশি ছিলো, এখন তা কমে আসছে। দাম কমাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে।

রফিক নামের এক রিক্সাচালক জানান, আমরা সারাদিনে দুইশ’ টাকা উপার্জন করি। বাজারে সবকিছু দাম বেশি হওয়ার কারণে সংসার চালাতে অনেক কষ্ট হয়। এখন সবজির দাম কমায় আমরা অনেকটা ভালো আছি।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের শীতকালীন সবজি পুরোদমে উঠতে শুরু করেছে। তাই বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমেছে। দাম কমার কারনে বেচা-কেনাও ভালো হচ্ছে। আশা করছি আর কিছুদিন গেলে বাজারে সবজির দাম আরো কমে আসবে।’

 

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু