সেলফি তুলে একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা
অনলাইন ডেস্ক : মাথায় ঋণের বোঝা। কোনোভাবেই তা পরিশোধ করতে পারছিলেন না। এদিকে পাওনাদাররাও বারবার টাকার জন্য চাপ দিচ্ছিলেন। উপায় না পেয়ে পরিবারের পাঁচ সদস্য বিষপানে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার আগে তারা একসঙ্গে সেলফিও তোলেন।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই ঘটনা ঘটে। পরিকল্পনা করেই তারা আত্মহত্যার পথ বেঁছে নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে সকালে তারা বাড়ির পোষা দুটি কুকুরকেও বিষ খাইয়ে মেরে ফেলেন। তারপর রাতে নিজেরাও ইঁদুর মারার বিষপান করেন। পরিকল্পনাটি আগেরদিন রাতেই করা হয় বলে জানা গেছে।