রাব্বির ইনজুরিতে কনকাশন সাব সোহান
ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপদের সময় দলের হাল ধরেছিলেন ইয়াসির আলী রাব্বি। ব্যাট হাতে দারুণ কয়েকটি শটও খেলেছেন তিনি। কিন্তু প্রথম সেশনের মাঝ পথে এসে মাথায় আঘাত পান অভিষিক্ত এই ব্যাটার। এক ওভার ব্যাট করে অস্বস্তিবোধ করায় হাসপাতালে নেওয়া হয় তাকে। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামছেন নুুরুল হাসান সোহান।
আজ সোমবার প্রথম সেশনের ব্যাট করতে এসে শুরুতে মুশফিকুর রহিমকে হারায় স্বাগতিকরা। দলের বড় বিপদে হাল ধরেন রাব্বি ও লিটন দাস। দারুণ এগোচ্ছিল টাইগারদের ইনিংসের গতি। কিন্তু শাহীন শাহ আফ্রিদির শর্ট বাউন্সার রাব্বীর মাথায় আঘাতহানলে মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেও চার উইকেট হারিয়ে দল যখন মহা বিপদের সম্মুখীন, তখন ত্রাতার ভূমিকায় দিন পার করেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। চতুর্থ দিনেও এই জুটির দিকে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই হতাশ করলেন মুশফিক। আগের ইনিংসে নার্ভাস নাইন্টিতে সাজঘরে ফেরান এই ব্যাটারকে বুদ্ধিমত্তা সঙ্গে সাজঘরে ফেরান হাসান। দিনের প্রথম বলে দারুণ এক বাউন্ডারি হাঁকান মুশফিক। ওভারের তৃতীয় বলটি পঞ্চম স্ট্যাম্পে দেখে ছেড়ে দেন তিনি। কিন্তু বল দ্রুত টার্ন করে সরাসরি অফস্ট্যাম্পে আঘাত হানলে বোল্ড হন এই ব্যাটারকে।
ষষ্ঠ উইকেটের জুটিতে রাব্বির সঙ্গে প্রতিরোধ গড়েন আগের ইনিংসে সেঞ্চুরি পাওয়া লিটন দাস। এই যুগলের ৪৭ রানের জুটিতে এগোচ্ছিল স্বাগতিকরা। কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি। ৩০তম ওভারের পঞ্চম বলে মাথায় আঘাত পান রাব্বি। আফ্রিদির শর্ট বাউন্স গিয়ে সরাসরি তার হেলমেটে আঘাতহানে। এক ওভার ক্রিজে থেকেও অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে। ৭২ বলে ছয় বাউন্ডারিতে ৩৬ রান করেন তিনি।