তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
স্বপ্নটা বড় করেছিলেন বোলাররা। পাইয়ে দিয়েছিলেন ৪৪ রানের লিড। আশা ছিল ব্যাটসম্যানরাও এনে দেবেন দারুণ শুরু। পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারবে বাংলাদেশ। কিন্তু এর জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বটা নিতে হতো। অন্তত তৃতীয় দিনটা তাদেরই কাটানোটা জরুরি ছিল।
কিন্তু তারা ব্যর্থই হলেন। তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোরবোর্ডে ১৫ রান জমা হওয়ার আগেই সাজঘরে ফেরত গেছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।