শ্রুতিকে বিয়ে করতে চেয়েছিলেন নাগা চৈতন্য
বিনোদন ডেস্ক : আট বছর আগে অর্থাৎ ২০১৩ সালে দক্ষিণী তারকা অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে পরিচয় হয়েছিলো নাগার্জুন পুত্র নাগা চৈতন্যের। এরপর দুজনের মধ্যে ভালো লাগা তৈরি এবং এরপর প্রেম। দীর্ঘদিন প্রেমের পর নাগা চৈতন্যের ইচ্ছে ছিলো শ্রুতিকে বিয়ে করার কিন্তু ঘটনা চক্রে তাদের প্রেমে ফাটল ধরে। শেষমেশ বিয়েও হয়নি, প্রেমও ভেঙে যায়।
এরপর ২০১৭ সালে আরেক অভিনেত্রী সামান্থা প্রভুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাগা। যদিও বিয়ের পর শ্রুতির সঙ্গে একটি সিনেমায় অভিনয়ও করেছিলেন নাগা, নাম ‘প্রেমম’।
সামান্থার সঙ্গে বিয়ের সম্পর্কও বেশিদিন টিকলো না নাগার। মাত্র চার বছরের মাথাতেই বিচ্ছেদের ঘণ্টা বাজে। চলতি বছরের অক্টোবর মাসে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে যায়। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার।
সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তান সংক্রান্ত বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল তারকা দম্পতির মধ্যে। তা ছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।