মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া

news-image

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি।

মঙ্গলবার দিনাজপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বায়ু প্রবাহ হচ্ছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সকাল থেকে শুরু হয়েছে হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস আরও বেড়ে যায়। আর তার সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এতে করে দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে।

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া

সেন্টফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণি পড়ুয়া সন্তানকে নিয়ে এসেছেন সদর উপজেলার সুলতান মাহমুদ। তিনি বলেন, কয়েক দিন ধরে শীত বাড়ছে। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। অন্যান্য দিনের চেয়ে আজ একটু শীত বেশি লাগছে। রাস্তায় ঘনকুয়াশায় কিছু দেখা যাচ্ছে না।

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া

এদিকে দিন দিন তাপমাত্রা কমতে থাকায় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে পুরাতন কাপড়ের বাজারে বেচাকেনা বেড়েছে। সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় বেড়েছে জেলার লেপ-তোষক সেলাইয়ের দোকানে।

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া

সেইসঙ্গে শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভোগ করছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার (২২ নভেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ