মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বিদেশি বিনিয়োগে ধস, বাড়ছে হতাশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক খাতে পাকিস্তানের দুর্দশা যেন কাটছেই না। আইএমএফের সঙ্গে ঝামেলা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে রুপির রেকর্ড অবনমনের পর এবার শোনা গেলো, দেশটিতে বিদেশি বিনিয়োগেও ধস নেমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পাকিস্তানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে অন্তত ১২ শতাংশ।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি) বুধবার (১৮ নভেম্বর) জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে প্রথম চার মাসে পাকিস্তানে ৬৬ কোটি ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে বিদেশিরা, যার বেশিরভাগ অংশই গেছে বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও আর্থিক খাতে। অথচ গত অর্থবছরে একই সময়ে দেশটি বিদেশি বিনিয়োগ পেয়েছিল ৭৫ কোটি ডলারেরও বেশি।

চলতি বছর শুধু অক্টোবর মাসেই পাকিস্তানে ২২ কোটি ৩০ লাখ ডলারের এফডিআই ঢুকেছে, যা আগের বছর একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কম। গত অর্থবছরে অক্টোবরে দেশটিতে এফডিআইয়ের পরিমাণ ছিল ২৯ কোটি ৩১ লাখ ডলার।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবর অনুসারে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় পাকিস্তানে বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার জন্য দেশটির অস্থির মুদ্রাবাজারকে দায়ী করা যেতে পারে। ব্লুমবার্গের তথ্যমতে, বিগত ছয় মাস এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল পাকিস্তানি রুপির।

পাকিস্তান সরকার অবশ্য কিছুদিন আগে দাবি করেছিল, দেশটির অর্থনীতি ধীরে এবং ধারাবাহিকভাবে গতিশীল হবে, যা বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে অর্থায়নে উৎসাহিত করবে। তবে বর্তমান পরিস্থিতি বলছে উল্টো কথা।

করাচিভিত্তিক ব্যবসায়িক গ্রুপ আরিফ হাবিব লিমিটেডের গবেষণাপ্রধান তাহির আব্বাস বলেন, গত বছরের অক্টোবরে টেলিকম খাতে, বিশেষ করে ৩জি/৪জি মোবাইল ইন্টারনেটে বড় একটি বিনিয়োগ এসেছিল, যার কারণে [এ বছরের] ২২ কোটি ৩০ লাখ ডলারের অংকটা হতাশাজনক দেখাচ্ছে। তার মতে, আগামী দিনগুলোতে পাকিস্তানে বিদেশি বিনিয়োগের প্রবেশ নির্ভর করছে মূলত সরকারের নীতিগুলোর ওপর।

তাহিরের মতামত সমর্থন করে আরেক বিশ্লেষক সামিউল্লাহ তারিক বলেন, করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগের জেরেও এফডিআই কমতে পারে। কারণ, মহামারি সংক্রান্ত ভীতি এখনো বিনিয়োগকারীদের মনে ভর করে রয়েছে।

পাকিস্তানে বৃহত্তম বিনিয়োগকারী কারা
চলতি অর্থবছরে এ পর্যন্ত পাকিস্তানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে নেদারল্যান্ডস। চার মাসে তাদের বিনিয়োগের পরিমাণ ১৬ কোটি ৫ লাখ ডলার।

দ্বিতীয় চীনাদের বিনিয়োগ ১১ কোটি ৬৫ লাখ ডলার। তবে গত বছর একই সময়ে পাকিস্তানে চীনের বিনিয়োগ ছিল অন্তত ৩৯ কোটি ৯৫ লাখ ডলার।

দেশটিতে তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। ২০২১-২২ অর্থবছরে প্রথম চার মাসে মার্কিনিরা বিনিয়োগ করেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার, যেখানে আগের বছর একই সময়ে তাদের বিনিয়োগ ছিল মাত্র ২ কোটি ৭৭ লাখ ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরে পাকিস্তানে অনেকটা হাত খুলে বিনিয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

চতুর্থ স্থানে থাকা হংকং পাকিস্তানে বিনিয়োগ করেছে ৪ কোটি ৫৫ লাখ ডলার।