শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর অঞ্চলের ৫৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২টিতে আ.লীগের পরাজয়

news-image

রংপুর ব্যুরো : দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে রংপুর অঞ্চলের ৫ জেলার ৫৭ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩৪ প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছে। গত বৃহস্পতিবার এসব ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগের ২৫ জন জয়ী হয়েছেন। এছাড়াও ১১ জন স্বতন্ত্র ,৬ জন আওয়ামী লীগের বিদ্রোহী, ছয়জন বিএনপি, চারজন করে জাতীয় পার্টি ও জামায়াত, ১ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন।নির্বাচন অফিস ঘোষিত ফলাফল অনুযায়ী জানা গেছে, রংপুরের পীরগঞ্জ ও পীরগাছা উপজেলার ১৮ ইউপির মধ্যে ১১টিতে আওয়ামীলীগ, ৩টিতে বিএনপি, জাতীয় পার্টি ১, জামায়াত ১টি, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন বিজয়ী হয়েছেন।

গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নে মাত্র তিনটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। বাকি ১০টির তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে জামায়াত ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তেমনি নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতেই হার মানতে হয়েছে নৌকার প্রার্থীকে। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, তিনটিতে বিএনপি, একটিতে জামায়াত ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ২টি, জাতীয় পার্টি ৩টি, স্বতন্ত্র-১ ও ইসলামী আন্দোলনের ১জন এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টিতে জামায়াত সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের দুই উপজেলার ১৮টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের ১১, স্বতন্ত্র দুই, বিএনপি তিন, জাতীয়পার্টি ও জামায়াতের একজন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর মধ্যে পীরগাছায় আওয়ামীলীগের তিনজন, একজন করে জাতীয়পার্টি ও জামায়াত, বিএনপির তিনজন এবং পীরগঞ্জে আওয়ামীলীগের আটজন ও স্বতন্ত্র দুইজন রয়েছে।
পীরগাছা উপজেলায় আওয়ামী লীগের বিজয়ীরা হলেন পারুল ইউনিয়নে তোফাজ্জল হোসেন, ইটাকুমারী আবুল বাশার, অন্নদানগরে আমিনুল ইসলাম, পীরগাছা সদরে মোস্তাফিজুর রহমান রেজা (স্বতন্ত্র-বিএনপি) ছাওলায় বিএনপির নজির হোসেন (স্বতন্ত্র-বিএনপি), তাম্বুলপুরে বজলুর রশিদ মুকুল (স্বতন্ত্র-জামায়াত),কৈকুড়িতে নুর আলম (জাতীয় পার্টি) ও কান্দি ইউনিয়নে বিএনপির আব্দুস ছালাম আজাদ জুয়েল (স্বতন্ত্র-বিএনপি)।

পীরগঞ্জে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন চৈত্রকোল ইউনিয়নে আরিফুজ্জামান শাহ্ ভেন্ডাবাড়িতে সাদেকুল ইসলাম সাদেক, কুমেদপুরে আমিনুল ইসলাম, টুকুরিয়ায় আতাউর রহমান, শানেরহাটে মেজবাহুল রহমান, পাঁচগাছীতে বাবলু মিয়া, চতরা ইউনিয়নে এনামুল হক শাহীন ও কাবিলপুরে রবিউল ইসলাম । এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীবড় দরগায় শিলা আক্তার শীলা ও মদনখালীতে নূর মোহাম্মদ মন্জু জয়লাভ করেছেন।

গাইবান্ধা সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী তিন চেয়ারম্যান হলেন-ঘাগোয়া ইউনিয়ন পরিষদে আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নে হারুনুর রশীদ ইদু ও মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার। আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী তিন প্রার্থী হলেন-বল্লমঝাড় ইউনিয়নে জুলফিকার রহমান, বাদিয়াখালি ইউনিয়নে মো. সাফায়েতুল হক পাভেল ও কামারজানী ইউনিয়ন পরিষদে মো. মতিয়ার রহমান। লক্ষ্মীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে বিজয়ী বাকি ছয় প্রার্থী হলেন-রামচন্দ্রপুর ইউনিয়নে মো. মোসাব্বীর হোসেন, মালিবাড়ী ইউনিয়নে সোয়েব মো. রাসেল, খোলাহাটি ইউনিয়নে মাসুম হক্কানি, বোয়ালি ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু, সাহাপাড়া ইউনিয়নে মো. মশিউর রহমান মিঠুল মাস্টার ও কুপতলা ইউনিয়নে রফিকুল ইসলাম সরকার।

নীলফামারী সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী দুই চেয়ারম্যান হলেন-সংগলশী ইউনিয়নে কাজী মোস্তাফিজার রহমান ও গোড়গ্রাম ইউনিয়নে মাহবুব জর্জ, চওড়া বড়গাছা ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী আবুল খয়ের বিটু। স্বতন্ত্র হিসাবে জয় পাওয়া বিএনপির তিন নেতা হলেন-লক্ষ্মীচাপ ইউনিয়নে আ কা ম আমিনুল ইসলাম, সোনারায় ইউনিয়নে নূরল ইসলাম শাহ ও কচুকাটা ইউনিয়নে আব্দুর রউফ চৌধুরী। চাপড়া সরমজানি ইউনিয়নে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম শাহ ফকির (স্বতন্ত্র) জয়লাভ করেছেন। স্বতন্ত্র হিসাবে জয় পাওয়া অন্য প্রার্থীরা হলেন-চড়াইখোলা ইউনিয়নে মাসুম রেজা, রামনগর ইউনিয়নে ওবায়দুল ইসলাম, পলাশবাড়ী ইউনিয়নে ইব্রাহিম তালুকদার ও পঞ্চপুকুর ইউনিয়নে ওয়াহেদুল ইসলাম।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সাত ইউনিয়নের মধ্যে তিলাই ইউপিতে আওয়ামী লীগের কামরুজ্জামান, পাইকেরছড়া ইউপিতে জাতীয় পার্টির আব্দুর রাজ্জার সরকার, জয়মনিরহাট ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ, আন্ধারীঝাড় ইউপিতে জাতীয় পার্টির জাবেদ আলী মন্ডল, চর ভূরুঙ্গামারী ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিক উদ্দিন, বলদিয়া ইউপিতে জাতীয় পার্টির মোজাম্মেল হক, বঙ্গসোনাহাট ইউপিতে মায়নুল ইসলাম লিটন জয়ী হয়েছেন।
এছাড়াও লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউপির মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন, কমলাবাড়ীতে মাহমুদ ওমর চিশতী, ভাদাইয়ে কৃষ্ণ কান্ত রায় বিদু, মহিখোচায় মোসাদ্দেক চৌধুরী, দুর্গাপুরে আসাদুজ্জামান নান্নু, সাপ্টিবাড়িতে এ কে এম আব্দুর সোহরাব ও ভেলাবাড়িতে মোহাম্মদ আলী। এছাড়া সারপুরে আওয়ামী লীগের বিদ্রোহী এ কে এম হুমায়ুন কবি ও পলাশীতে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আলাউল ইসলাম ফাতেমি পাভেল জয়লাভ করেছেন।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জানান, প্রার্থী বাছাইয়ে ত্যাগী ও যোগ্য প্রার্থীর মূল্যায়ন করা হয়নি। এ কারণেই নৌকাকে হার মানতে হয়েছে। এতে তৃণমূলে দলের জন্য অনেক ক্ষতি হলো।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত