শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে থাকা রিজওয়ানকে সেমি খেলতে পাঠান এক ভারতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে নামার আগে দুই রাত হাসপাতালে কাটিয়েছিলেন পাকিস্তানের ওপেনার মুহাম্মদ রিজওয়ান। বুকে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপরও সেমিফাইনালে খেলতে নামেন রিজওয়ান। ওই অবস্থা থেকে রিজওয়ানকে মাঠে পাঠানোর ব্যবস্থা করেন এক ভারতীয়। দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানকে সুস্থ করে তোলেন ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিন। খবর আনন্দবাজার অনলাইনের।

রিজওয়ানের খেলার ইচ্ছা ও মানসিকতার প্রশংসা করে সাহির বলেন, ‘রিজওয়ান হাসপাতালের বিছানায় শুয়ে খালি বলতেন, আমি খেলব। আমাকে দলের সঙ্গে থাকতে হব।’

যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে উঠেছেন, তা দেখে অবাক সাহির। তিনি বলেন, ‘দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার অদম্য আগ্রহ ছিল রিজওয়ানের। উনি দৃঢ় এবং আত্মবিশ্বাসী ছিলেন। যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে ওঠেন তা আমাদের অবাক করেছে।’

বেশ কিছু দিন ধরে কাশি ও বুকে ব্যথা হচ্ছিল রিজওয়ানের। ওই অবস্থাতেই খেলছিলেন তিনি। সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সাহির বলেন, ‘হাসপাতালে ভর্তি করার সময় রিজওয়ানের বুকে ব্যথা খুব বেশি হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করি। ওর সংক্রমণ মারাত্মক ছিল। এ ধরনের সংক্রমণ থেকে কোনও রোগীর সুস্থ হতে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় লাগে।’

আইসিইউতে রিজওয়ান (ডানে), জার্সি হাতে ভারতীয় চিকিৎসক

রিজওয়ানকে আইসিইউতে ৩৫ ঘণ্টা রেখে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সাহির। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হওয়ায় অন্যদের থেকে শারীরিক ক্ষমতা বেশি রিজওয়ানের। সেই ক্ষমতা ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাকে দ্রুত সুস্থ করে তুলেছে।’

সেমিফাইনালে যখন রিজওয়ান বিশাল ছক্কা হাঁকাচ্ছিলেন তখন তারাও হাততালি দিচ্ছিলেন বলে জানিয়েছেন সাহির। ম্যাচের পর সাহিরকে নিজের জার্সি উপহার দেন রিজওয়ান।

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ