বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি থেকে ৩ হাজার কিমি দূরে!

news-image

অনলাইন ডেস্ক : আবাসস্থল অ্যান্টার্কটিকা থেকে কমপক্ষে ৩ হাজার কিলোমিটার বা ১ হাজার ৮৬৪ মাইল দূরের নিউজিল্যান্ডে সৈকতে নিঃসঙ্গ একটি পেঙ্গুইন পাওয়া গেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয়দের কাছে পিঙ্গু নামে পরিচিত এ অ্যাডেলি পেঙ্গুইন পথ হারিয়ে এত দূর চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

হ্যারি সিং নামের স্থানীয় বাসিন্দা সৈকতে পেঙ্গুইনটিকে দেখতে পান। প্রথম ‘সফট টয়’ বা খেলনা ভেবেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন জলজ্যান্ত পেঙ্গুইন।

এর আগে মাত্র দুবার ১৯৬৩ ও ১৯৯২ সালে নিউজিল্যান্ড উপকূলে অ্যাডেলি পেঙ্গুইন দেখা গেছে।

ক্রাইস্টচার্চ শহরের দক্ষিণের একটি সৈকত ধরে বিকেলে হাঁটছিলেন হ্যারি ও তার স্ত্রী। প্রথমে খেলনা মনে করলেও পরে মাথা নাড়াতে দেখে বুঝতে পারেন এটি সত্যিকারের পেঙ্গুইন।

ফেইসবুকে হ্যারির পোস্ট করা ছবিতে মনে হয়, পেঙ্গুইনটি হারিয়ে গেছে ও নিঃসঙ্গ।

প্রাণীটি এক ঘণ্টা নড়াচড়া করছিল না, খুব ক্লান্ত দেখাচ্ছিল বলে জানান ওই ব্যক্তি।

কুকুর ও বিড়ালের খাবার হতে পারে পেঙ্গুইনটি— এ আশঙ্কায় স্থানীয় উদ্ধারকর্মীকে খবর দেন হ্যারি। বর্তমানে একটি থমাস স্ট্র্যাকের হেফাজতে আছে। এ ব্যক্তি দশ বছর ধরে পেঙ্গুইনের পুনর্বাসন করে আসছেন।

থমাস জানান, অ্যাডেলি পেঙ্গুইন দেখে তিনি খুবই অবাক হয়েছেন। কারণ অ্যান্টার্কটিক উপদ্বীপ ছাড়া তাদের দেখা যায় না।

পিঙ্গুর রক্ত পরীক্ষার পর জানা যায়, তুলনামূলকভাবে ওজন কিছুটা কম ও পানি স্বল্পতায় ভুগছে। এরপর টিউবের মাধ্যমে তরল ও খাবার দেওয়া হয়।

আরেকটু সুস্থ হয়ে উঠলে কুকুরমুক্ত নিরাপদ ব্যাংকস উপদ্বীপের সৈকতে অ্যাডেলি পেঙ্গুইনটিকে ছেড়ে দেওয়া হবে।

অ্যাডেলি নিউজিল্যান্ডে খুবই বিরল, তবে ভবিষ্যতে যদি তাদের আরও বেশি দেখা যায় এটি একটি উদ্বেগের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

তার বলছেন, এ ঘটনার সঙ্গে বাস্তুসংস্থানের পরিবর্তনের যোগ আছে কিনা এ নিয়ে আরও গবেষণা করতে হবে।

এ জাতীয় আরও খবর

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন শনিবার

পি কে হালদারের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিচ্ছে দুদক

কেমন ছিল জিম্মিদশার দিনগুলো, জানালেন জাহাজের ক্যাপ্টেন রশিদ

ইসরায়েলে ড্রোন হামলা হিজবুল্লাহর, ১৪ সেনাসদস্য আহত

হাথুরুকে নিয়ে ধোঁয়াশা নেই, ২১ এপ্রিল রাতে ফিরছেন ঢাকায়

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাওতাবাজি : আমীর খসরু

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

পশ্চিমবঙ্গে ৪৬ ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা

গুলশানে চুলোচুলি করা সেই ৩ নারী গ্রেপ্তার

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর