বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিমকে যে নামে ডাকেন তার হবু বর

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম। গতকাল বুধবার ছিল তার জন্মদিন। আর এদিন পছন্দের মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। জানান, বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাগদান সম্পন্ন করেছেন তিনি। গতকাল রাতেই পাঁচ তারকা একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

মিমের ভাষ্য, ‘গতকাল আমাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও আমার খুব কাছের কয়েকজন মানুষ। আমার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার মানুষ। সে একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। আগামী বছর বিয়ের অনুষ্ঠান হবে আশা করছি।’

হবু বর সনি পোদ্দারের সঙ্গে কীভাবে পরিচয়? জানতে চাইলে ‘আমার আছে জল’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমার এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে প্রথম পরিচয়। তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। অবশেষে দুজনই পরিবারকে বিষয়টি জানাই। বাবা-মায়ের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। আর জন্মদিনের বিশেষ দিনটি বেছে নিয়েছি বাগদানের ঘোষণা দেওয়ার জন্য।’

প্রিয় মানুষটির কোন বিষয়টি মিমকে মুগ্ধ করেছে? উত্তরে তিনি বলেন, ‘যেমন মানুষ চেয়েছিলাম তেমন মানুষই পেয়েছি। সনি একদম সাধারণ, তার ভেতরে কোনো অহংকার নেই। গতরাতে সনি হাঁটু গেড়ে বসে আমাকে আংটি পরিয়ে দিয়েছে। এটাই আমাকে বেশি মুগ্ধ করেছে। কারণ, ও যে মানুষ তাতে এমন করার কথা ছিল না। আমি নিশ্চিত, ওর বন্ধুরা এটা শিখিয়ে দিয়েছে।’

কথায় কথায় মিম জানান, তার হবু বর তাকে ‘ঢঙ্গি’ নামে ডাকেন। তার ভাষ্য, ‘কখনও ওর সঙ্গে একটু রাগ করি, একটু অভিমান করি, একটু ঢঙ করি। এজন্যই আমায় বলে ঢঙ্গি মেয়ে। অবশ্য ভালোই লাগে নামটা।’

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ