গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মহানগরের কোনাবাড়ি বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে লাইফ ট্রেক্সটাইল গার্মেন্টসে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার ইফতারের ৭টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।