মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ভাড়া বাড়লো ১০ টাকা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী বহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাসের ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা টিকিটপ্রতি ৩০ টাকা করে ভাড়া আদায় করতেন। এখন সেটা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। তবে রুটে অন্যান্য পরিবহনের বাসগুলো ৫০ টাকা করে ভাড়া আদায় করছে।

বেসরকারি পরিবহনের সঙ্গে বিআরটিসিও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আসমা নামের এক কলেজশিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘আমি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াতকারী অন্যান্য বাসে বেশি ভাড়ার কারণে সবসময় বিআরটিসির বাসেই যাতায়াত করতাম। কিন্তু আজ এখানে এসেও দেখলাম ১০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘যদি অন্যান্য বাসের মতো বিআরটিসি বাসের ভাড়াও বাড়ানো হয় তাহলে আর পার্থক্য রইলো কোথায়? সরকারি-বেসরকারি সবাই সমান হয়ে গেলো। আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা কে চিন্তা করবে?’

ঢাকার ফুটপাতে হকারি করেন আতিক। বন্ধন ও উৎসবে বেশি ভাড়ার কারণে তিনি বিআরটিসির বাসে যাতায়াত করেন। তবে বিআরটিসি বাসও ভাড়া বাড়ানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আতিক জাগো নিউজকে বলেন, ‘এখন আমার জন্য কষ্টকর হয়ে গেলো।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পরই আমরা ভাড়া বাড়িয়েছি। সরকার নির্ধারিত আমাদের ভাড়া হয় ৪৬ টাকা ৫০ পয়সা। সেখানে আমরা ৪০ টাকা করে ভাড়া আদায় করছি।