বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের খুলছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় রংপুর নগরীসহ জেলার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে । সরকারিভাবে এমন ঘোষণার পরেই শ্রেণী কক্ষ পাঠদানের উপযোগী করাসহ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যেই শেষ করেছে প্রতিষ্ঠান কৃর্তপক্ষ। এখন তারা শিক্ষার্থীদের আসার অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে দীর্ঘ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ দেখা দিয়েছে।শিক্ষা বিভাগ বলছে, তারা স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন।

সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, রংপুর নগরীসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ পাঠদানের উপযোগী করাসহ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি কোনায় কোনায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা বৃদ্ধির জন্য হাতধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচারও টাঙানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার কেউ কেউ শিশুদের খেলনাগুলোতে ধুলোবালি পরিষ্কার করছেন। ইলেক্ট্রিশিয়ান দিয়ে প্রতিটি ক্লাসরুমের বাতি ও ফ্যানগুলোকে চেক করাও হয়েছে। সব মিলেয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে উৎচ্ছ্বাস দেয়া দিয়েছে। তারা অপেক্ষা করছে কখন প্রিয় প্রতিষ্ঠানে যেতে পারবেন।রংপুর জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, রংপুর নগরীর জেলার আট উপজেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৯২টি, স্কুল-কলেজ রয়েছে ৫৬৯টি, মাদরাসা রয়েছে ২৬৭টি। এছাড়াও বিভিন্ন ধরণের আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

শিক্ষকরা জানান, সকল প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি গুরত্ব দেয়া হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের শ্রেনীকক্ষে বেঞ্চ, চেয়ার-টেবিল থেকে শুরু করে মাঠ পর্যন্ত ঝকঝকে করা হয়েছে। এখন তারা শিক্ষার্থী আসার অপেক্ষায় রয়েছেন।

অভিভাবকরা বলছেন, দীর্ঘ সময় পাঠদান বন্ধ থাকায় শিক্ষাজীবন নিয়ে সন্তানদের নিয়ে বেশ চিন্তিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদের মনে স্বস্তি ফিরে এসেছে। তাদের সন্তানরা স্কুল-কলেজের যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। করোনাকালীন সময়ে তারা ভার্চুয়াল পাঠদান গ্রহন করেছে। শিক্ষাক্ষেত্রে এটি একটি আবদ্ধ পরিবেশ। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই প্রযুক্তি নির্ভর ও গৃহবন্দি থেকে মুক্ত জীবনে ফিরতে পারবেন বলে মনে করেন তারা।রংপুর নগরীর সাতমাথা বালাটারি এলাকার আফজাল হোসেন, কেরানীরহাট এলাকার সাইফুল ইসলাম ও মর্ডাণ চেয়ারম্যানপাড়ার আবু সুফিয়ান মুকুল জানান, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। একারণে সন্তানদের নিয়ে বড় চিন্তায় ছিলেন। তারা লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। এখন মনে স্বস্তি ফিরেছে। তারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর হওয়ারও আহব্বান জানান।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এমআর মিজানুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান দিতে আমরা প্রস্তুত রয়েছি। শিক্ষার্থীরা র্দীঘদিন পর তাদের প্রিয় প্রাঙ্গনে ফিরতে মুখিয়ে রয়েছে। শনিবার অনেক শিক্ষার্থী এসে তাদের ক্লাস সম্পর্কে তথ্য নিয়ে গেছে। দীর্ঘদিন পর যেহেতু শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসছে, তারা বন্ধুদের দেখে আবেগে আপ্লুত হয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করতে পারে। এজন্য আমরা মনিটরিং কমিটি গঠন করেছি। তারা বিষয়টি দেখভাল করবে।গঙ্গাচড়ার কোলকোন্দ আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠান বন্ধ থাকায় খারাপ লেগেছে। খোলার অপেক্ষায় ছিলাম। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষার পরিবেশ ফেরাতে সব প্রস্তুতি সর্ম্পুণ করা হয়েছে।

একই উপজেলার গঙ্গচড়া ধামুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, আমার শিক্ষকতা জীবনে এতো দীর্ঘতম ছুটি দেখিনি। বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সাথে দেখা না হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রক্ষা করা হয়েছে।
রংপুর নগরীর জিয়াতপুর দাখিল মাদরাসার সুপার আবুল কাশেম জানান, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠান নিয়মিত খোঁজ নিয়ে যাচ্ছেন। সরকারি নির্দেশনা মতে আজ থেকে পাঠদান শুরু করা হবে।একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘ বন্ধের কারণে অনেক ক্ষতির সম্মুখিন হয়েছেন তারা। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়ায় তারা আনন্দিত। কারণ তাদের পদচারণায় আবারও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে উঠবে।

রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সকল প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এসএম আব্দুল মতিন লস্কর বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা প্রতিপালনে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কড়া নিদের্শনা দিয়েছিশিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি