শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে হতাশাজনক পারফরম্যান্সে ডুবেছে বাংলাদেশের। পুরো টুর্নামেন্টের ৮ ম্যাচের ৬টিতেই হার, তার মধ্যে মূল পর্বে একটিতেও জিততে পারেনি তার দল। এমন বাজে পারফরম্যান্সের পর তার অবসর নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও এখুনি এই ফরম্যাটকে বিদায় জানানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

দীর্ঘদিন টেস্ট দলের বাইরে থাকার পর চলতি বছরে জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে সুযোগ পান তিনি। ওই সফরে দারুণ এক দেড়শো রানের ইনিংসের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তার এমন ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। এবার যেহেতু তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন বাজে পারফরম্যান্স হলো, এবারও কি ঠিক তাই করবেন তিনি? এমন প্রশ্নে রিয়াদ জানালেন, এখনো অবসর নিয়ে ভাবছেন না তিনি।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় অজিদের সামনে লজ্জাজনক সংগ্রহ দাঁড় করানোর পর হেরে বড় ব্যবধানে। এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় তিনি বলেন, ‘না, এ মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না।’

বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে কি ভাবছেন রিয়াদ। তার জবাবে তিনি বলেন, ‘এটা তো আমার হাতে নাই, এটার ডিসিশানটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে সব সময়ই চেষ্টা করেছি টিমটাকে আগলে রাখার জন্য, ভাল পারফরম্যান্স আদায় করার জন্য। নিশ্চিতভাবে আমার অধিনায়কত্বে হয়ত ভুল ছিল, আমি ওভাবে পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি।’

বিশ্বকাপের আগে এতো দারুণ পারফরম্যান্সের পর এবার বিশ্বকাপে এমন হলো কেন? তার উত্তরে তিনি বলেন, ‘আমি নিজেও এসব উত্তর খুঁজতেছি। অনেক প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না।’

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ