মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রায় ১২ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মধ্য দিয়ে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-স্কটল্যান্ড। সেমি-ফাইনালের লড়াইতে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে কিউইদের জয়ের বিকল্প নেই। দুই দলের প্রথম দুই ম্যাচে স্কটিশদের দুটোই হার হলেও কিউইরা পাকিস্তানের কাছে হারলেও ভারতে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

আজ বুধবার বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়াটেজার।

নিউজিল্যান্ড একাদশ :

মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

স্কটল্যান্ড একাদশ :

কাইল কোয়াটেজার (অধিনায়ক), জর্জ মুন্সি, ম্যাথিউ ক্রস, রিচার্ড বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টফার গ্রীভস, মার্ক ওয়াট, আলাসদিয়ার ইভানস, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।