মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুড়ে ছাই ৩৫ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি

news-image

নরসিংদী প্রতিনিধি : দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ থান কাপড়। আগুনে প্রায় ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাবুরহাট বাজারের একটি শাড়ির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাটে আজ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিলো। বিকেল ৫টায় বাজারে মধ্যে শাড়ির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস থাকায় দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এখন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন ডাম্পিংয়ের কাজ করছে।

এদিকে বাজারে আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীরা বাজারে আসতে শুরু করে। তারা তাদের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করে। তাদের সরিয়ে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হয়। বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাজারের ব্যাবসায়ী হারুন আর রশিদ বলেন, বাজারের একটি দোকানে ঝালাইয়ের কাজ করছিল। আমরা বাধা দিয়েছিলাম। তারা শোনেনি। সেখান থেকেই আগুনের সূত্রপাত। পরে পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে যাওয়া আদিবা প্রিন্ট শাড়ি দোকানের মালিক বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আগুন আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। পাশাপাশি আমার দুটি দোকানের সকল মাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

খাজা ট্রেডার্সের মালিক জুয়েল খান বলেন, খবর পেয়ে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। সব ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, খবর পাওয়ার সাথে সাথে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৮টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু রাস্তা-ঘাটের কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি