শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চ দেরিতে পৌঁছানোয় বি‌সিএস দেওয়া হলো না শতা‌ধিক পরীক্ষার্থীর

news-image

ভোলা প্রতিনিধি : ভোলা-মনপুরা-হা‌তিয়া-ঢাকা রু‌টের যাত্রীবা‌হী লঞ্চ তাস‌রিফ-২ এর স্টাফ‌দের গাফিল‌তির কার‌ণে বি‌সিএস প্রিলি‌মিনা‌রি পরীক্ষা দেওয়া হলো না প্রায় শতা‌ধিক পরীক্ষার্থীর। এসব পরীক্ষার্থীর ঢাকার সদরঘা‌ট পৌঁ‌ছাতেই সকাল প্রায় ১০টা বেজে যায়। ফলে তারা নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি।

বি‌সিএস পরীক্ষার্থী আব্দুস সামাদসহ বেশ কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, শুক্রবার (২৯ অক্টোবর) ৪৩তম বি‌সিএস ‌প্রিলি‌মিনা‌রি পরীক্ষা দেওয়ার জন্য বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দি‌কে তারা ভোলার মনপুরা লঞ্চঘাট থে‌কে ঢাকার উ‌দ্দেশ্যে তাস‌রিফ-২ ল‌ঞ্চে ওঠেন। লঞ্চ‌টি মনপুরা থে‌কে ছে‌ড়ে ভোলার তজুম‌দ্দিন, হা‌কিমউ‌দ্দিন, দৌলতখান ও সদ‌রের ই‌লিশা বিশ্ব রোড ঘা‌টে ভি‌ড়ে যাত্রী উ‌ঠি‌য়ে সন্ধ্যার দি‌কে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ল‌ঞ্চে হা‌তিয়া, মনপুরা, তজুম‌দ্দিন, হা‌কিমউ‌দ্দিন, দৌলতখান ও ভোলা সদ‌রের শতা‌ধিক বি‌সিএস পরীক্ষার্থী ছি‌লেন।

বি‌সিএস পরীক্ষার্থী সামাদ বলেন, রাত সা‌ড়ে ১০টার দি‌কে চাঁদপুর জেলার কাছাকা‌ছি পৌঁ‌ছে লঞ্চ‌টি আবার ঘু‌রি‌য়ে হা‌কিমউ‌দ্দিন লঞ্চঘা‌টে চ‌লে আ‌সে। হা‌কিমউ‌দ্দিন ঘা‌টে যখন পৌঁ‌ছে তখন রাত ১২টার বে‌শি বেজে যায়। বিষ‌য়‌টি টের পে‌য়ে আমরা লঞ্চ স্টাফ‌ ও সুপারভাইজার‌দের সঙ্গে কথা বলি। তখন তারা আমা‌দের ব‌লেন, তা‌দের আ‌রেক‌টি লঞ্চ তাস‌রিফ-৪-এ সমস্যা হয়েছে। আমরা ওই ল‌ঞ্চের যাত্রী‌দের নি‌তে এ‌সে‌ছি।

‌‘এসময় আমরা পরীক্ষার্থীরা ‍বিষয়টির প্রতিবাদ কর‌লে লঞ্চ স্টাফ ও সুপারভাইজার শুক্রবার সকাল ৭টার ম‌ধ্যে ঢাকায় পৌঁ‌ছে দেওয়ার প্রতিশ্রু‌তি দেন। কিন্তু লঞ্চ‌টি ঢাকার সদরঘা‌টে পৌঁ‌ছে সকাল প্রায় ১০টার দি‌কে। প‌রে আমরা লঞ্চ মা‌লিক‌দের সঙ্গে বাগবিতণ্ডায় না জড়িয়ে পরীক্ষা দেওয়ার জন্য দ্রুত লঞ্চ থেকে নে‌মে প‌ড়ি। কিন্তু আমা‌দের পরীক্ষার্থী‌দের একেক জ‌নের হল এ‌কেক স্থানে হওয়ায় পরীক্ষা দি‌তে পা‌রে‌নি। প‌রে আমরা দুপু‌রের দি‌কে তাস‌রিফ-২ ল‌ঞ্চে উ‌ঠে ল‌ঞ্চের স্টাফ‌ ও সুপারভাইজার‌দের সঙ্গে কথা বল‌লে তারা আমা‌দের বিনা খর‌চে গন্ত‌ব্যে পৌঁ‌ছে দেওয়ার প্রতিশ্রু‌তি দেন।’

জানতে চাইলে তাস‌রিফ-২ ল‌ঞ্চের সুপারভাইজার মো. জামাল দোষ স্বীকার ক‌রে জাগো নিউজকে বলেন, হা‌কিমউ‌দ্দিন ঘা‌টে আমা‌দের আ‌রেক‌টি লঞ্চ তাস‌রিফ-৪ চ‌রে আট‌কে যায়। ওই ল‌ঞ্চে অ‌নেক বি‌সিএস পরীক্ষার্থী ও ক‌য়েকজন গুরুতর রোগী ছি‌লেন। ওই লঞ্চ‌টি সমস্যা হওয়ায় আমরা ব‌রিশা‌লের মে‌হেন্দীগঞ্জ উপ‌জেলার কা‌লিগঞ্জ ঘাট থে‌কে লঞ্চ ঘু‌রি‌য়ে হা‌কিমউ‌দ্দিন ঘা‌টের উ‌দ্দেশ্যে রওনা হয়। দুপু‌রের দি‌কে পরীক্ষার্থীরা আমা‌দের কাছে এ‌সে ব‌লেন তারা বি‌সিএস পরীক্ষা দি‌তে পা‌রে‌ননি। তবে আমরা তাদের বিনা পয়সায় গন্ত‌ব্যে পৌঁছে দেবো।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক