মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেরিডুবির দ্বিতীয় দিনে চারটি ট্রাক উদ্ধার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির দ্বিতীয় দিনে দুটি কাভার্ডভ্যানসহ চারটি ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ সংশ্লিষ্টরা। এর আগে গতকাল বুধবার উদ্ধার করা হয়েছিলো ৪টি পণ্যবাহী ট্রাকসহ মোট ৮টি গাড়ি ও দুটি মোটরসাইকেল।

আরিচা বিআইডব্লিউটিএ’র অফিস সূত্রে জানা যায়, বুধবার দৌলতদিয়া থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৬টি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। এরপরই ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর থেকে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধারকাজ চালালেও গতকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৮টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়। আজ উদ্ধার হলো দুই কাভার্ডভ্যানসহ মোট চারটি ট্রাক। তবে ফেরিটি ডুবে যাওয়া অবস্থায় সেভাবেই রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসি’র নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) রাতে এ উদ্ধারকারী হাজাজটি ঘাটে এসে পৌঁছবে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বিআইডব্লিউটিসি’র উদ্ধারকারী জাহাজ হামজা ৪টি ট্রাক উদ্ধার করেছে। উদ্ধার কাজ অব্যহত আছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম মো. আজাদ খানসহ বিআইডব্লিউটিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনারস্থল পরিদর্শন করেছেন। এছাড়া পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির