বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা

news-image

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে মোবাইলে পাবজি গেম খেলার প্রলোভন দেখিয়ে ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে নিজাম আকুঞ্জী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে মামলার পর উপজেলার বুইকরা গ্রাম থেকে নিজামকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত নিজাম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেহেদী ইসলাম রাজন আজ বলেন, দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজাম আকুঞ্জীকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, অভিযুক্ত নিজাম আকুঞ্জীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন। বাকি পাঁচ শিশুর নামও এজাহারে রয়েছে।

মিলন কুমার বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম ছয় শিশুর মেডিকেল চেকআপ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর