শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ‘বিপজ্জনক’ মেনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাটলার

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত শুরু পেয়েছে শিরোপা পুনরুদ্ধারে নামা ইংল্যান্ড। ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা ইংলিশরা সুপার টুয়েলভসে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬ উইকেটে।

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসটা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চায় মরগানের দল। বুধবার বিকেলে আবুধাবিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

বাংলাদেশকে ‘বিপজ্জনক’ দল হিসেবে মেনে চ্যালেঞ্জ নিতে চান ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার। টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও মাহমুদউল্লাহদের হালকাভাবে নিতে চান না তিনি।

বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার কারণ, তারা বিশ্বকাপে এসেছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে। কিন্তু বিশ্ব মঞ্চে এসে ছন্দহীন হয়ে পড়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের দিনে কী করতে পারে তা উইন্ডিজকে দিয়ে প্রমাণ দিয়েছে। তবে কন্ডিশন বিচারে ম্যাচটি চ্যালেঞ্জ হতে পারে মনে করছেন বাটলার।

বুকে আত্মবিশ্বাস রাখার পাশাপাশি পা মাটিতেই রাখছেন ইংলিশ উইকেটরক্ষক, ‘তারা কেমন চ্যালেঞ্জ দিতে পারে তা আমরা জানি।’

বিশ্বকাপে ৫০ ওভারের ক্রিকেট এর আগে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গত ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওয়ানডের বিশ্বমঞ্চেই টাইগারদের হাতে পরাস্ত হওয়ার স্বাদ পেয়েছে ইংলিশরা।

তার জন্য টাইগারদের কঠিন প্রতিপক্ষ হিসেবে মেনে বাটলার বলেন, ‘আমরা ৫০ ওভারের ক্রিকেটে তাদের বিরুদ্ধে খেলেছি এবং তারা বিপজ্জনক দল। টি-টোয়েন্টিতে তারা খুব অভিজ্ঞ। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। তারা বেশ নির্দিষ্ট স্টাইলে খেলে যা আমার কাছে অনন্য মনে হয়।’

৩১ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান আরও বলেন, ‘তারা স্পিন নির্ভর দল এবং সাধারণত তাদের ব্যাটসম্যানরা উইকেটে খুব শক্তিশালী। তাদের আরও কয়েকজন বাঁহাতি স্পিনার আছে, তাই আমরা সেই চিন্তা মাথায় রেখে নেটে অনুশীলন করেছি।’

এ জাতীয় আরও খবর