শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে খাদ্য সংকট : ক্ষুধার জন্য সন্তান বিক্রি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ আফগানিস্তানে খাদ্য সংকট মারাত্মক রূপ নিয়েছে। আসছে শীতের আগে জরুরি ব্যবস্থা না নিলে লাখো আফগান দুর্ভিক্ষের শিকার হবে। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠছে যে সন্তানের মুখে খাবার দিতে না পেরে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে অনেকেই। খবর বিবিসি।

খবরে বলা হয়, খাবারের অভাবে ৫০০ মার্কিন ডলারে এক শিশু বিক্রি করে দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এখনই ব্যবস্থা না নেওয়া হলে ২২.৮ মিলিয়ন মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়বে। এ ছাড়া ৩.২ মিলিয়ন শিশু যাদের বয়স পাঁচের নিচে, তারা দীর্ঘমেয়াদে অপুষ্টির শিকার হবে। সংস্থাটির পরিচালক ডেভিড বেসিলি বলেন, বিশে^ এখন সবচেয়ে মানবিক বিপর্যয় চলছে আফগানিস্তানে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে। আমরা এখন দুর্ভিক্ষের ক্ষণ গণনা করছি মাত্র।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে দুর্ভিক্ষ চরম মাত্রা ধারণ করেছে। বিশেষ পশ্চিমারা সহায়তা ফিরিয়ে নেওয়ায় ত্রাণ কার্যক্রমও অপ্রতুল হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর