মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিলো ভারত

news-image

ক্রীড়া প্রতিবেদকবিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। মূলপর্ব তথা সুপার টুয়েলভের শুরুতেই বহু আকাঙ্খিত ভারত-পাকিস্তান লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ব্যাটে ভর করে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য কোহলি যেন বিরাট এক দুঃখের নাম। এই এক কোহলির কাছেই বারবার হারতে হয় পাকিস্তানকে। এবারও সেই কোহলিই বড় দুঃখ হিসেবে ধরা দিয়েছেন পাকিস্তানের বোলারদের সামনে।

এর আগে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করতে পারেননি কোনো পাকিস্তানি বোলার। এবার আউট করতে পারলেও বিরাট কোহলির ব্যাটই কথা বলেছে পাকিস্তানি বোলারদের বিপক্ষে। ৪৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন তিনি ১টি।

শুরুতেই শাহিন শাহ আফ্রিদির দ্রুত দুই উইকেটে তুলে নেয়ার পর যখন পাকিস্তান ম্যাচ ফিরে এসেছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ান কোহলি। রিশাভ পান্তকে নিয়ে দারুণ এক জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন তিনি।

৩০ বলে পান্ত ৩৯ রান করে আউট হয়ে গেলেও কোহলি অবিচল থাকেন। ১৯তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপেই ৫বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই জয়ী দলটির নাম ভারত। না ওয়ান, না টি-টোয়েন্টি- কোনো ফরম্যাটেই পাকিস্তান ভারতকে হারাতে পারেনি।

এবার আরও একবার বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ম্যাচ শুরুর আগে অকেন বাগযুদ্ধ হয়েছে। এবার আসল লড়াই। লড়াইয়ের শুরুতে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানান পাতিকস্তান অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহনি শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।

ইনিংসের প্রথম ওভারেই বিধ্বংসী রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখিয়ে দেন শাহিন আফ্রিদি। কোনো রান না করেই ফিরে যান রোহিত।

তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিধ্বংসী সূচনা করে থাকেন রাহুল। কিন্তু এবার তিনি আউট হয়ে গেলেন ৮ বলে মাত্র ৩ রান করে। আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

 

এ জাতীয় আরও খবর

৩ উইকেট তুলে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নাসিরনগরে ইউপি সদস্য  হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

মিরাজরাই হাসতে চান শেষ হাসি

যুদ্ধবিরতি নিয়ে আশা ও সংশয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শুল্ক ইস্যুতে ড. ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে