বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতে সাইফের আঘাত

news-image

ক্রীড়া ডেস্ক : পাপুয়া নিউগিনি (পিএনজি) শিবিরে আঘাত হেনেছেন সাইফউদ্দিন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি পিএনজির উদ্বোধনী ব্যাটসম্যান লেগা সাইকাকে ফিরিয়ে দেন।

১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ১৮২ রানের বড় লক্ষ্য দিয়েছে টাইগাররা। সাইফুদ্দিন ৬ বল খেলে করেছেন ১৯ রান।

৫০ করে আউট মাহমুদউল্লাহ

দলের প্রয়োজনে দ্রুত ব্যাট চালিয়ে ২৮ বলে ৫০ রান করে আউট হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি রাবুর বলে সোপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

ফিরে গেলেন সাকিবও

পাপুউয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাট হাতে যখন ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরে যচ্ছিলেন, তখন দলের প্রয়োজনে একাই লড়াই করে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ফিফটির খুব কাছে গিয়ে তা তুলে নিতে পারেননি তিনি। ৩৭ বলে ৪৬ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সাকিব।

৮ বলে ৫ রান করে সাজঘরে মুশফিক

দলীয় ৭২ রানে ফিরলেন মুশফিকুর রহিম। ক্রিজে এসে ধীর গতিতে তিনি শুরু করেন। কিন্তু বেশি রান না করেই ফিরে যান সাজঘরে। মুশফিক ৮ বল খেলে করেছেন ৫ রান।

ফিরে গেলেন লিটনও

দলীয় ৫০ রানের মাথায় সাজঘরে ফিরে গেলেন লিটন দাস। সাকিবের সঙ্গে তিনি অর্ধশত রানের এ জুটি গড়েন। তিনি আসাদ ভালার বলে ২৯ রান করে আউট হন। এ রান করতে তিনি খেলেছেন ২৩ বল।

লিটন আউট হলে সাকিবের সঙ্গে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

সাকিব-লিটনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

জুটি গড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ তারা ৭ ওভারে ৫০ রানে ব্যাট করছেন।

আগের দুই ম্যাচে রান পাননি লিটন। তবে এই ম্যাচে তার ব্যাট হাসছে।

শূন্য রানে ফিরে গেলেন নাঈম

প্রথম বলে জীবন পেয়েছিলেন নাঈম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছিলেন। কিপারের হাতে ধরা পড়তে পারতেন।

পরের বল অন সাইডে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ২ বল খেলে কোনো রান তিনি করতে পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে এর আগে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে চাপে পড়ে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা।

আজ তৃতীয় ও শেষ ম্যাচে কেমন করবে বাংলাদেশ? এ ম্যাচে বাংলাদেশ দলকে অবশ্যই জিততে হবে। রান রেটে এগিয়ে থাকতে হলে জয়টিও হতে হবে বড়।

ওমানের সঙ্গে ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন নাঈম শেখ। সাকিবের ব্যাট থেকেও এসেছিল রান। এ ম্যাচেও তাই নাঈমের ব্যাটের দিকে দৃষ্টি থাকবে সবার।

বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে হলে এই ম্যাচে বড় জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পিএনজি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ