কাপিল শর্মার শো-তে রেগে আগুন সাইফ!
বিনোদন ডেস্ক : দ্য কাপিল শর্মা শো’-তে এসে হাজির হয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান। আসন্ন ছবি ‘ভূত পুলিশ’এর প্রমোশনের জন্য এসেছিলেন তিনি, সঙ্গে ছিলেন ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে শো-এর গ্রীন রুমের বিটিএস ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শো-এর জন্য এসে গ্রিনরুমে বসেছিলেন সাইফ। এরপরই গ্রিনরুমে কাপিল আসতেই অভিনেতা বলেন, কাপিলের সঙ্গে পুরনো প্রায় দশটা এপিসোডে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রিনরুমে বসে দেখলেন, কাপিলের সঙ্গে বলিউডে বাকি সব অভিনেতার ছবি রয়েছে। কিন্তু নিজের কোনও ছবি কাপিলের সঙ্গে না দেখতে পেয়ে ক্ষেপে যান সাইফ আলি খান। ক্ষোভ প্রকাশ করেন সেট ম্যানেজারের ওপরও।
ভিডিওর অন্য অংশে সাইফ পুনরাবৃত্তি করেছেন, তিনি হতাশ হয়েছিলেন তার ছবি গ্রিন রুমে নেই দেখে। কিন্তু তিনি শোয়ের জন্য সমস্ত প্রশংসা করেছিলেন।
পুত্র তৃষাণের জন্মের সময় শো থেকে বিরতি নিয়েছিলেন কাপিল শর্মা। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে শো-তে ফিরে এসেছেন কাপিল। তার ফিরে আসার পর থেকে শোতে হাজির হয়েছেন অনেক সেলিব্রেটি। এর মধ্যে রয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগণ, ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এবং মোহাম্মদ কাইফ, রণধীর কাপুর এবং কারিশমা কাপুর। আসন্ন পর্বে থাকবেন ভিকি কৌশল।