বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মণ্ডপে হামলার আশঙ্কার বিষয়টিও উড়িয়ে দিচ্ছি না

news-image

নিজস্ব প্রতিবেদক : পূজা মণ্ডপে হামলার ঝুঁকি দেখছেন না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, হামলার আশঙ্কার বিষয়টিও উড়িয়ে দিচ্ছি না। অনলাইনে তাদের প্রচারণা চলমান রয়েছে। আর লোন উলফ যেটাকে বলে, একাকী উৎসাহী হয়ে হামলা চালানো, তার জন্য অনবরত পোস্ট দিয়ে যাচ্ছে।

রোববার রাজধানীর ঢাকেস্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মণ্ডপে নানান প্রচার-প্রচারণা তারা চালাচ্ছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তারা বলছে, বিশেষ করে রাতের বেলা যখন পুলিশ থাকবে না এবং মানুষ কম থাকবে- সে সময়টা বেছে নাও। আর যে কোনো একটি মণ্ডপে তোমরা হামলার জন্য তৈরি হও, এমন নানান প্রচার প্রচারণা চালাচ্ছে তারা। তবে তাদের প্রচারণায় কেউ উদ্বুদ্ধ হয়ে কোন কিছু করছে- এমন খবর আমাদের কাছে নেই। এরপরও আমরা সতর্ক রয়েছি। আমাদের যারা এ বিষয়ে কাজ করে তারা অ্যালার্ট রয়েছেন।

মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে এবং সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। আর ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। তবে ছোট মন্দিরগুলোতে পুলিশ সদস্য বেশি থাকবে না। কারণ পুলিশ সদস্যরা এক ব্যারাকে অনেকজন থাকে। কেউ আক্রান্ত হয়ে গেলে অনেক আক্রান্তের সম্ভাবনা থাকে।

প্রতিটি মণ্ডপের আশপাশের ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র‍্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে জানিয়ে ডিএমপি প্রধান বলেন, পুলিশ সাদা পোশাকেও সক্রিয় থাকবে। সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনভাবেই স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। আমাদের বর্তমান করোনা সংক্রমণের হার কমে ২ শতাংশ হয়েছে। এতে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। কারণ চীনের উহানের একজন আক্রান্ত ব্যক্তি থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমার অনুরোধ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন।

‘‘যারা বয়স্ক এবং টিকা নেননি তাদেরকে পূজামণ্ডপে না আনার অনুরোধ করছি। আর যারা মাস্ক নিয়ে আসবেন না তাদেরকে পুলিশ সদস্যরা পূজামণ্ডপে প্রবেশ করতে দেবে না।’

 

এ জাতীয় আরও খবর

১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়: জামায়াত আমির

ইউক্রেন যু্দ্ধ নিয়ে আলোচনা, প্রতিনিধি দল নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন

ভাইরাল পোস্টার, ২৭ ফেব্রুয়ারি আসছে বড় চমক

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেফতার

কুয়েটে শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

পিএসসিতে ৭ সদস্য নিয়োগ

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে