বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেমন আছেন ‘আগুনের পরশমনি’ সিনেমার সেই বিন্তী?

news-image

বিনোদন প্রতিবেদক : গাজীপুরের মেয়ে অভিনেত্রী হোসনে আরা পুতুল। গাজীপুরের নাট্যকার মতিউর রহমান গাজীপুরীর সঙ্গে নব্বই দশকের শুরুতে বাংলাদেশ টেলিভিশন ভবন দেখতে গিয়েছিলেন পুতুল। সেখানেই দেখা হয় প্রখ্যাত প্রযোজক বরকত উল্যাহ’র সঙ্গে। তখন তিনি এবং হুমায়ূন আহমেদ ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। আর সেই পরিচয়ের সূত্রেই হুমায়ূন আহমেদ’র ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’তে কাজ করার সুযোগ পায় পুতুল। এই নাটকের ঝুমা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে হুমায়ূন আহমেদ’র সিনেমা ‘আগুনের পরশমনি’ সিনেমায় বিন্তী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পুতুল। এরপর হুমায়ূন আহমেদ’র সিনেমা ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’সহ তারই নির্দেশনায় উড়ে যায় বক পক্ষী, চন্দ্র কারিগর, সবুজ সাথী, নক্ষত্রের রাত’সহ বহু নাটকে অভিনয় করেন। পুতুলের এক সময় বিয়ে হয় আব্দুল মতিনের সঙ্গে। হুমায়ূন আহমেদই ছিলেন পুতুলের উকিল বাবা।

নিজের অভিনয় জীবন প্রসঙ্গে পুতুল বলেন,‘সবাই তাকে স্যার বলে ডাকলেও আমি শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ’কে আঙ্কেল বলেই ডাকতাম। তার চলে যাবার পর সংসার জীবন নিয়েও আমি ব্যস্ত হয়ে পড়ি। আমার দুই সন্তান মালিহা, শুভ্র’কে নিয়েই আমার এখন যতো ব্যস্ততা। তারপরও মাঝে মাঝে অভিনয় করার চেষ্টা করি। এটা সত্যি আমার অভিনয়ের গুরু শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ। তার চলে যাওয়ার পর আমরা যারা তার ঘরানার ছিলাম আমাদের অনেকেরই কাজ কমে যায়, কারণ আমরা তার নাটকের বা সিনেমার নিয়মিত শিল্পী ছিলাম। অনেকেই নিজ নিজ কাজে আবার ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু আমার মধ্যে কোথায় যেন এখনো একটা শূণ্যতা কাজ করে। চলার পথের প্রতিটি বাঁকে বাঁেক হুমায়ূন আঙ্কেলকে মিস করি ভীষণ। আবার করোনার কারণেও অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়েছে। এখন আবার কাজে ফিরেছি। নিয়মিত কাজ করবো ইনশাআল্লাহ।’

পুতুল জানান তৌকীর আহমেদ’র ‘রূপকথার গল্প’, খালিদ মাহমুদ মিঠু’র ‘জোনাকীর আলো’ সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক হিমু আকরামের পরিচালনায় ‘শান্তিমলম দশ টাকা’ এবং সঞ্জিত সরকারের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পুতুলের জন্মদিন ১ নভেম্বর। তার বাবা আব্দুল হাকিমও অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। পুতুলের বয়স যখন মাত্র দেড় বছর, সেই বয়সেই তার বাবা মারা যান।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি