হঠাৎ টাইগারদের যাত্রা নিয়ে ‘শঙ্কা’
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ মিশনে যেতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। করোনা টেস্ট থেকে শুরু করে প্লেয়ারদের দেশ ত্যাগের সময়সূচি সবই ছিল নির্ধারিত। কিন্তু হঠাৎ বদলে যেতে পারে সব কিছু। কেননা বাংলাদেশ দল ওমানে কন্ডিশন ক্যাম্প করতে আজ রাত সাড়ে ১০টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও দেশটিতে সাইক্লোন শাহিনের আঘাত আসায় সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ওমান। সেক্ষেত্রে আজ রাতে বাংলাদেশের ওমান সফর নিয়ে শঙ্কা জেগেছে।
ওমান ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইক্লোন শাহিনের আঘাত আসায় মাসকট বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সঠিন সময়ে ফ্লাইট চালু করা হবে। যা যাত্রীদের মোবাইল ফোনে কিংবা ট্রাভেল এজেন্সিগুলোকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিমান কর্তৃপক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত মাসকট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মাসকট বিমানবন্দর সাইক্লোন শাহিনের কারণে বন্ধ রাখা হলে অবধারিত আজ রাতের ফ্লাইট বাতিল হবে জাতীয় দলের। মাসকট বিমানবন্দর খোলা থাকা নিশ্চিত হওয়ার পরই ঢাকা থেকে মাসকটের উদ্দেশে আকাশে উড়বে টিম বাংলাদেশকে বহনকারী বিমান।’