ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন আনসার কমান্ডারের মরদেহ উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আবুল কাশেম (৫০) নামে এক আনসার কমান্ডারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার নন্দনপুরের বিসিক শিল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে বুধল ইউনিয়নের আনসার কমান্ডার ছিলেন। কাশেম ওই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, আবুল কাশেম বিসিক শিল্প এলাকার আরশি মেট্রাল ইন্ড্রাষ্টিজে চাকরি করত। বিসিকের একটি তেলের মিলের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। অভিযান অব্যাহত আছে।