বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের দুইজন ও নেত্রকোনার দুইজন রয়েছেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুজলা (৩০), নেত্রকোনা সদরের ইমরান হোসেন (৫০) ও পূর্বধলা উপজেলার নজরুল ইসলাম (৫০)।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯৭ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ৩০ জন ভর্তিসহ ১২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৩ জন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬ নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।