শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢামেকে অ্যাম্বুলেন্স চলবে অ্যাপসে, হাসপাতালে থাকবে না পার্কিং

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স বেপরোয়াভাবে পার্কিংয়ের কারণে নানা রকম সমস্যা হচ্ছে হাসপাতালে আসা যাওয়া লোকদের। হাসপাতালের ভেতরে যানজটের কারণে অনেক যাত্রী হয়রানির শিকার হচ্ছে। হাসপাতাল চত্বরে তারা বিভিন্ন জায়গায় যেনতেনভাবে অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখে। এই কারণে কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে অ্যাপসের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা যায় কিনা। এই নিয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাথে কথা হয়েছে কর্তৃপক্ষের।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক দুপুরের দিকে হাসপাতালের জরুরি বিভাগের ময়দানে বিশৃঙ্খলভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং দেখে বিস্ময় প্রকাশ করেন। তখন সেখানে দায়িত্বে থাকা পার্কিং লাইনম্যানকে বলেন, পার্কিং স্পট ছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো বেপরোয়াভাবে হাসপাতালের ভেতর কেন পার্কিং করে রাখা হয়েছে। তখন তিনি নির্দেশ প্রদান করেন, বেপরোয়াভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুলেন্স গুলো দ্রুত সরিয়ে ফেলার জন্য।

হাসপাতালে নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, কয়েক বছর আগে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে পার্কিং স্পটের লিজ দেওয়া হয়। হাসপাতালের নির্দিষ্ট দুই একটি জায়গায় গাড়ি পার্কিং করে রাখার নিয়ম থাকলেও লিজ কর্তৃপক্ষ পুরো হাসপাতালই পার্কিং স্পট বানিয়ে ফেলেছে। হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে থেকে শুরু করে নতুন ভবন থেকে বহির্বিভাগ যেখানেই গাড়ি পার্কিং করে সেখানেই তারা একটি টোকেন দিয়ে পার্কিং বাবদ টাকা সংগ্রহ করে।

এছাড়া সূত্রটি আরো জানায়, একটি ভয়ানক বিষয় হচ্ছে কোনো গাড়ি অথবা সিএনজিতে রোগী নিয়ে হাসপাতালে প্রবেশ করলে তাদের নামিয়ে দাঁড়ানোর সাথে সাথে সেই পার্কিংয়ের লাইনম্যানরা গাড়ি ও সিএনজি চালককে একটি টিকেট ধরিয়ে পার্কিং ভাড়া ১০ থেকে ২০ টাকা আদায় করে নেয়। এছাড়া হাসপাতালে পার্কিং করে রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সের জন্য তাদের মালিকের পক্ষ থেকে বেতনভুক্ত কর্মচারী থাকে। যাদের দায়িত্ব হচ্ছে যাত্রী ধরা। কে কত বেশি ভাড়ায় যাত্রীদের নিতে পারে সে অনুযায়ী তাদের টাকা দেওয়া হয়। এতে করে রোগী ও তাদের স্বজনরা হয়রানির শিকার হয়।

গত জুন ও চলিত মাসের প্রথমদিকে দুইবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত ঢামেকে অভিযান চালিয়ে প্রমান সহ অর্ধশতাধিকের উপরে দালালদের আটক করে তাদের সাজা দেয়। সেসময় অভিযানের পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সহ সকলের ভরসা ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামেক)। এখানে মানুষ চিকিৎসা নিতে এসে বিভিন্নভাবে প্রতারিত হয় বহিরাগত দালালদের মাধ্যমে। তারা বিভিন্ন কৌশলের মাধ্যমে রোগীদেরকে অন্যত্র নিম্নমানের হাসপাতালগুলোতে নিয়ে যায়। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বেসরকারি অ্যাম্বুলেন্সদের একটা সিন্ডিকেট আছে, যারা দালালদের কাজে সহযোগিতা করে থাকেন।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক জানান, হাসপাতালের চত্বরে যেনতেন জায়গায় বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি অ্যাপসের মাধ্যমে বেসরকারি অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ করা হবে। আনুমানিক ১৫০টি অ্যাম্বুলেন্স অ্যাপস এর মধ্যে থাকবে। এসব ব্যাপারে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে। শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। এটি চালু হয়ে গেলেই ঢাকা মেডিক্যাল হাসপাতালের ভিতরে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করতে পারবে না। তারা বাহিরে নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সগুলো রাখবে। অ্যাপসের মাধ্যমে যখন ভাড়া হবে তখনই তারা হাসপাতালে এসে রোগিদের নিয়ে যাবে। এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে হাসপাতাল থেকে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা