বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাতে মাঠে নামছে পিএসজি

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ জিততেই লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। সেই অভিযানে প্রথম প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশ বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।

এই ম্যাচে অভিষেক হতে পারে মেসি, নেইমার, এমবাপ্পের বিখ্যাত সেই ত্রয়ী ‘এমএনএম’-এর। মৃত্যুকূপ খ্যাত গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিপজিগ। এ ছাড়া আজ চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ এসি মিলান আর নবাগত মলদোভার ক্লাব শেরিফ খেলবে শাখতারের সঙ্গে।

ম্যাচের আগে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমি ভাবতেই পারিনি মেসি আসবে পিএসজিতে। আশা করছি, দু’জন মিলে পূরণ করতে পারব পিএসজির স্বপ্ন।’