বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়নায় নিজেকে দেখে ভয় পেতেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : প্রেগন্যান্সি কোনো ট্যাবু নয়, গোটা দেশের কাছে এই উদাহরণ পেশ করেছেন কারিনা কাপুর খান। প্রেগন্যান্সি নিয়ে প্রচলিত কুসংস্কার ভেঙে বলিউড অভিনেত্রীদের নতুন পথ দেখিয়েছেন তিনি।

এছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকারা ঘরে লুকিয়ে থাকবেন, শুটিং ফ্লোরে যাবেন না, ব়্যাম্পে হাঁটবেন না- এসব মিথ্যা ভেঙে গুড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত হয়েছে কারিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’। এতে মাতৃত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন এই অভিনেত্রী। এছাড়া নতুন মায়েদের জন্য একগুচ্ছ উপদেশ দিয়েছেন তিনি। ব্যক্ত করেছেন নিজের প্রেগন্যান্সি জার্নির অভিজ্ঞতা।

২০১৬ সালের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কারের সেই মুহূর্তের কথা মনে করলে আজও শিউরে উঠেন জানিয়ে কারিনা বলেন, আমি ছিলাম ভীত, মোটা, ফোলা এবং ক্লান্ত। আমি লক্ষ্য করেছিলাম আমার স্ফীত পেট, ডার্ক সার্কেল, সি-সেকশনের সেই ড্রেসিং ব্যান্ডেজগুলো… আমার কি অনুভূতি ছিল তা ভাষায় প্রকাশ করতে পারব না।

সম্প্রতি এক ব্রিটিশ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে কারিনা জানান, বলিউড অভিনেত্রীরা যখন অন্তঃসত্ত্বা হন, তখন তারা বাড়ির বাইরে আসেন না। কারণ নিজেদের ফিগার থেকে লুকস নিয়ে তারা সচেতন হয়ে পড়েন। কারণ তাদের হয়তো গ্ল্যামারাস দেখাবে না, হয়তো তাদের দেহে মেদ জন্মে গেছে, সেই দেখে মানুষ নানা মন্তব্য করবে, এইগুলো বিরাট বড় ট্যাবু ভারতে। তবে আমি ঠিক করেছিলাম, নিজের রাস্তা নিজেই তৈরি করব।

প্রসঙ্গত, প্রথমবার মা হওয়ার সময় কারিনা কাপুর ছবির কাজে নিজেকে রীতিমতো ব্যস্ত রেখেছিলেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও মনীশ মালহোত্রার ডিজাইন করা জমকালো লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চ আলো করেছিলেন। কখনোই তিনি তার মাতৃত্বকে সবার কাছ থেকে আড়াল করতে চাননি।

জানা গেছে, এবারও ফটোশুটের পাশাপাশি ছবি সংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত ছিলেন বলিউডের এই নবাবপত্নী।

কিছুদিন আগে জানা যায়, সাইফ-কারিনা তাদের ছোট ছেলেকে সংক্ষেপে ‘জেহ’ নামে ডাকেন।

নিজের লেখা ‘প্রেগন্যান্সি বাইবেল’ বইয়ে কারিনা জানিয়েছেন, ছোট ছেলের নাম রাখা হয়েছে জাহাঙ্গীর আলী খান। এই বইয়ের শেষ পাতায় ছোট ছেলের ছবিও প্রকাশ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ