শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বরিশাল মহানগর বিএনপির কমিটি নিয়ে দৌড়ঝাঁপ নেতাদের

news-image

যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নীতিনির্ধারকদের
রাহাত খান, বরিশাল
প্রায় ৮ বছরের পুরনো বরিশাল মহানগর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হচ্ছে শিগগিরই। নতুন নেতৃত্বের অপক্ষোয় আছেন নেতাকর্মীরা। যে কোন সময় ঘোষণা হতে পারে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি। বিগত দিনে দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় ও সুবিধাভোগীদের কমিটিতে জায়গা না দেয়ার পাশাপাশি দলের জন্য নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। আগামী দিনে দলকে সু-সংগঠিত রাখার পাশাপাশি আন্দোলন ও নির্বাচন পরিচালনায় যোগ্য নেতাদের হাতে দায়িত্ব তুলে দিতে চায় দলের নীতিনির্ধারকরা।

মহানগর বিএনপিতে নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয় বছরখানের আগে। করোনাসহ নানা প্রতিকূলতার কারণে থমকে ছিলো সেই প্রক্রিয়া। ইদানিংকালে আবার জোড়ালোভাবে শুরু হয়েছে কমিটি গঠনের তোড়জোর। কমিটির সম্ভাব্য আহ্বায়ক হিসেবে আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান সভাপতি সাবেক মেয়র ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল এবং বর্তমান সহসভাপতি মনিরুজ্জামান ফারুক।

অপরদিকে কমিটির সম্ভাব্য সদস্য সচিবের আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহ-সভাপতি মহসিন মন্টু এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। নতুন সম্ভাব্য কমিটিতে নিবেদিতপ্রাণ-ত্যাগী নেতাদের পাশাপাশি দুঃসময়ে দলের কর্মসূচি এড়িয়ে চলা সুবিধাভোগী নেতাদের নামও আলোচিত হচ্ছে তৃণমূলে।
মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, ক্ষমতা পেয়েও তারা দলের সাথে বেঈমানী করেননি। সাবেক ছাত্রনেতা এবং দলের জন্য যারা কস্ট করেছেন তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আসলে দল সু-সংগঠিত হবে।

বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মিছিল, হরতাল-অবরোধে অংশগ্রহণ না করে যারা ঘরে বসে থাকেন তাদের নেতৃত্ব দেয়ার চেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করা হলে বরিশালে দলের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত হবে।

বর্তমান কমিটির সহসভাপতি মহসিন মন্টু বলেন, যারা দলের বিগত প্রোগ্রামগুলোতে এটেন্ড করেনি, তাদের হাতে যদি নেতৃত্ব দেয়া হয় তাহলে আরও খারাপ পরিস্থিতিতে পড়বে দল।

মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম বলেন, আন্দোলনে যাদের ভূমিকা ছিলো, যাদের রাজনীতিতে ধারাবাহিকতা নষ্ট হয়নি কখনও, তাদেরই বিএনপি’র নেতৃত্বে আসা উচিত।

গত ১ বছরে ৩ বার বরিশাল সফর করে নেতাকর্মীদের মূল্যায়ন কেন্দ্রে জানিয়ে দেয়া হয়েছে। যে কোনো সময়ে কমিটি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মুঠোফোনে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কাউকে পদে বসানো বা পদ থেকে সরানো কেন্দ্রের উদ্দেশ্য নয়। যিনি বা যারা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের আন্দোলন ও নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবেন তাদের হাতেই দায়িত্ব তুলে দিতে চায় কেন্দ্রিয় কমিটি।

মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপি’র ১৭১ সদস্যের ৩ বছর মেয়াদী সব শেষ কমিটি অনুমোদন হয় ২০১৩ সালের ৫ অক্টোবর। ২০১৪ সালের ২২ নভেম্বর শাহিনের মৃত্যুর পর থেকে সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই কমিটির অর্ধেকের বেশী নেতা নিস্ক্রিয় অবস্থায় আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা