আড়াল থেকে আখুন্দজাদার বার্তা, দেশ চলবে শরিয়াহ আইনে
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের নবগঠিত সরকার শরিয়াহ আইন অনুসরণ করবে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথম বার্তায় তিনি এ কথা বললেন। বার্তসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তালেবানের এ সর্বোচ্চ নেতা এখনো আড়ালেই রয়ে গেছেন; তাকে কোথাও জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সেটাও তালেবানের অন্য কোনো নেতা স্পষ্ট করেননি। তালেবান নেতারা তার অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছেন।
ইংরেজিতে দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি সব দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরিয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’
আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। তিনি বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।’ আখুন্দজাদা বলেন, ‘কোন ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোন সমস্যা নেই।’
বিবৃতিতে আখুন্দজাদা বলেন, ‘আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনঃগঠিত করবো।’
ধর্মীয় ছুটি চলাকালে দেয়া এ বার্তায় আখুন্দজাদার জনসম্মুখে উপস্থিতির ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি। তালেবান ক্ষমতা গ্রহণের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তিনি কান্দাহারে রয়েছেন।’ অপর এক মুখপাত্র বলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে।