শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা হারা ছাগল ছানার প্রতি গাভীর বিরল ভালোবাসা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় ৯ মাস ধরে মা হারা এক ছাগলের বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে একটি গাভি। ঘটনাটি রীতিমতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এ কারণে ছাগলের প্রতি গাভির বিরল এই ভালোবাসার দৃশ্যটি এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে মানুষ।

ঘটনাটি গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের মেডিকেল পাড়ায়। সেখানকার প্রয়াত ইমদাদুল হক মিলনের বাড়িতে মায়ার বাঁধনে থাকা ছাগল ও গাভির দেখা মিলবে।
জানা গেছে, ছাগলটির মা বাচ্চা প্রসবের পর মারা যান। এরপর থেকে এতিম ছাগল ছানাকে বাঁচাতে গাভির দুধ খাওয়ানো শুরু করেন মেহেরুন নেছা চায়না। দুধ খেতে দেওয়া ওই গাভির নিজেরও বাচ্চা (বাছুর) রয়েছে। মেহেরুন অবুঝ এ প্রাণি দুটিকে আদর করে নামও দিয়েছেন। ছাগলের বাচ্চার নাম রবি, আর গাভির বাচ্চার নাম বাহাদুর। ওই নামে ডাক দিলেই ছুটে আসে ছাগল ও গাভির বাচ্চা।

প্রয়াত মিলনের স্ত্রী মেহেরুন নেছা চায়না জানান, এখন আর ধরে নিয়ে গিয়ে ছাগলের বাচ্চাকে গাভির দুধ খাওয়াতে হয় না। ছাগলের বাচ্চাকে নিজের সন্তানের মতো করেই দুধ খেতে দেন মা গাভি। শুরুতে বিরক্তবোধ থাকলেও এখন তা আর নেই।

তিনি আরও জানান, ছাগলের বাচ্চার বয়স ৯ মাস হতে চলেছে। আর গাভির বাচ্চাটির বসয় ১০ মাসের কাছাকাছি। এখন ছাগলের বাচ্চাটা ক্ষুধা পেলেই গাভির কাছে দুধ খেতে ছুটে যায়। কোনো বাধা ছাড়াই গাভিও দুধ খেতে দেয়। গাভির দুধ খেয়ে ছাগলের বাচ্চাটি বড় হচ্ছে।

গঙ্গাচড়ার স্থানীয় বাসিন্দা আব্দুল বারী স্বপন বলেন, গরু-ছাগল আলাদা জাত হলেও এই বাচ্চা দুটির মধ্যে বেশ ভাবও রয়েছে। যেন একই মায়ের দুই সন্তান। গাভির দুধ পান করে ছাগলের বাচ্চা বড় হওয়ার দৃশ্য খুব কমই চোখে পড়ে। এটা ছাগলের প্রতি গাভির বিরল মায়া।

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত