বরেণ্য অভিনেত্রী শবনমকে নিয়ে স্মৃতিচারণ আদনান সামির
অনলাইন ডেস্ক : বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী শবনমকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি। গতকাল রবিবার শবনমের সঙ্গে তোলা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের গর্জিয়াস সিলভার স্ক্রিন লিজেন্ড শবনমজী’র সঙ্গে স্মরণীয় মুহূর্ত। তিনি এবং তার প্রয়াত স্বামী ও মিউজিক মায়েস্ত্রা রবিন ঘোষজি আমার প্রতি ভালোবাসা ও স্নেহে পূর্ণ ছিলেন। আমার প্রতিভা নিয়ে তাদের উৎসাহের কথা কখনো ভুলবো না।’
শবনম বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়। কয়েক দশক ধরে দুই দেশের চলচ্চিত্র শিল্পে তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। সেরা অভিনেত্রী হিসেবে সর্বোচ্চ ১৩ বার জিতেছেন নিগার অ্যাওয়ার্ড। বাংলাদেশে তিনি সর্বশেষ অভিনয় করেছেন ১৯৯৯ সালে ‘আম্মাজান’ ছবিতে।