বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত সিএমএইচে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

এ কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুর রহমান।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের মুঠোফোনে কল করা হলে তা রিসিভ করেন তৌহিদুর রহমান। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন বলে কথা বলতে পারছেন না।

তৌহিদুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি জেনেছেন, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে গত রোববার। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ যাবৎ ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ