মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে মানুষের ভিড়

news-image

অনলাইন ডেস্ক : ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালে করোনার টিকা নিতে মানুষের ভিড়
রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩ জন। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৩৮ জন।

সিনোফার্মের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৬৩৮ জন রয়েছেন। আর নারী রয়েছেন ৮২ হাজার ৩৬৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫৪ হাজার ৭০১ জনে।

অপরদিকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৮০৫ জন ও নারী ৩ হাজার ৭২৪ জন রয়েছেন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ২৩ হাজার ৫৯৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মডার্নার টিকা গ্রহণকারী ৬৩ হাজার ৩৮ জনের মধ্যে ৩৯ হাজার ৭৭৪ জন পুরুষ ও ২৩ হাজার ৯৬৪ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা হলো ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ জন।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। তখন থেকে ২৬ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ২৮৮ জন।

এদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশে এক কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে চমক

সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

কণ্ঠশিল্পী খালিদ আর নেই

আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেব : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাফিজকে নিয়ে অপচেষ্টা হয়েছে : মঈন খান

সৌম্য-জাকেরের চোটের আপডেট জানালো বিসিবি

খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দীঘির মুখ খুলতে বারণ

ম্যাজিস্ট্রেট এলে টাঙানো হয় নতুন তালিকা, কমে যায় পণ্যের দাম

প্রধানমন্ত্রী মাত্র সাড়ে ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবেন : ওবায়দুল কাদের

আইনজীবী যুথীর জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের অপারগতা