শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর বিভাগে বাড়ছে শনাক্তের হার, নতুন করে আরও ১২ জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ৮৩৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। গতকালের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, পঞ্চগড়ের দুইজনসহ দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

এ সময়ে বিভাগে ১ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২০৯ জন, রংপুরের ১৬১ জন, ঠাকুরগাঁওয়ের ১১৩ জন, কুড়িগ্রামের ১০১ জন,পঞ্চগড়ের ৯০ জন, নীলফামারীর ৮১ জন, গাইবান্ধার ৬২ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছেন।

এ জাতীয় আরও খবর