শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩১ হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোর মধ্যে ৩১টিতে কোন আইসিইউ শয্যা খালি নেই। এর মধ্যে রাজধানীতে রয়েছে ১৫টি হাসপাতাল। অন্যান্য হাসপাতালগুলোতে কিছু শয্যা খালি থাকলেও কার্যত চলছে আইসিইউ সংকট।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুলাই) পরিসংখ্যান বলছে, সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য সংরক্ষিত ১৩২১টি আইসিইউ শয্যার মধ্যে ২৮৫টি শয্যা ফাঁকা আছে। এর মধ্যে রাজধানীতে ৮৯৮টির মধ্যে ১৩৭টি আইসিইউ শয্যা খালি আছে। রাজধানীর আশপাশ এলাকায় ৬৩টির মধ্যে ১৭টি আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে।

এছাড়া মহানগরীসহ চট্টগ্রাম বিভাগে ১০৭টির মধ্যে ২২টি, ময়মনসিংহ বিভাগে ২২টির মধ্যে ৮টি, রাজশাহী বিভাগে ৫৮টির মধ্যে ১৪টি, রংপুর বিভাগে ৪৪টির মধ্যে ২০টি, খুলনা বিভাগে ৭৪টির মধ্যে ১৬টি, বরিশাল বিভাগে ৩৩টির মধ্যে ১১টি আইসিইউ শয্যা ফাঁকা আছে।

তবে সিলেট বিভাগে ২২টির আইসিইউ শয্যার মধ্যে সবকটিতেই রোগী ভর্তি রয়েছে।

সেসব হাসপাতালে আইসিইউ খালি নেই

রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- কুর্মিটুলা জেনারেল হাসপাতাল, মহাখালি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ইউনিট ২) ও বার্ণ ইউনিট, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল, শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- ইবনে সিনা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এএমজেড হাসপাতাল, বাংলাদেশ স্পেসিয়ালাইজড হাসপাতাল, গ্রীন লাইফ হাসপাতাল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাই কেয়ার হাসপাতাল।

রাজধানীর বাইরে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (ফরিদপুর), শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল (কিশোরগঞ্জ), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল (কিশোরগঞ্জ) ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

চট্টগ্রাম বিভাগে রয়েছে- মা ও শিশু হাসপাতাল (আগ্রাবাদ), ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়া রাজশাহী বিভাগের মোহাম্মাদ আলী হাসপাতাল (বগুড়া), রংপুর বিভাগের রংপুর ডেডিকিটেড করোনা হাসপাতাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল (দিনাজপুর), খুলনা বিভাগের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, মেহেরপুর জেনারেল হাসপাতাল, বরিশাল বিভাগের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট বিভাগের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল।

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের