বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। সূত্র: রয়টার্স

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে এই হামলা চালানো হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী বারহাম সলিহ এই বোমা বিস্ফোরণের ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছেন এবং ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

টুইটারে এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী লিখেছেন, তারা ঈদের আগে সাদর শহরে আমাদের সাধারণ জনগণকে লক্ষ্য করেছে। তারা মানুষকে একটি মুহূর্তের জন্যও আনন্দ করতে দিতে চায় না।